বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আপনারা উপযুক্ত শিক্ষক নিয়োগ দিবেন তাহলে তারা উপযুক্ত ছাত্র তৈরি করে দিবে: মোঃ আবুল কালাম মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা এইচএসসি’তে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ডাক্তার হতে চায় মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক মনোহরগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বেজোস-লরেন দম্পত্তির

শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বেজোস-লরেন দম্পত্তির

আরেকটি জমকালো ও ব্যয়বহুল বিয়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। মার্কিন ধনকুবের জেফ বেজোস ও বাগদত্তা লরেন সানচেজের বিয়ের আয়োজন এখন টক অব দ্য টাউন। অনেকেই বলছেন শতাব্দীর অন্যতম ব্যয়বহুল বিয়ে এটি।

ইতালির ভেনিস নগরীজুড়ে এখন উৎসবের আমেজ। উপলক্ষ্যে প্রাচীন এই শহরেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব লরেন সানচেজ।

২০১৯ সালে প্রথম বেজোস ও সানচেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। এরপর থেকেই আলোচনায় ছিল এই জুটি। অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৩ সালে বাগদান সম্পন্নের পর শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তবে অনেকেরই ধারণা, এরইমধ্যে মার্কিন রীতি ও আইন মেনে বিয়ে সেরে ফেলেছেন বেজোস-সানচেজ জুটি। ইতালিতে বিয়ের আয়োজন ছিল আনুষ্ঠানিকতা।

মার্কিন এই ধনকুবেরের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত ভেনিস। বহুল প্রতীক্ষিত এই বিয়েতে অংশ নিতে ইতোমধ্যেই আয়োজনস্থলে পৌঁছেছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়ী, হলিউড তারকা, রাজনীতিকসহ প্রায় আড়াইশ ভিআইপি অতিথি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরেক মার্কিন ধনকুবের মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, অরল্যান্ডো ব্লুম, কিম কার্দাশিয়ান, ক্রিনস জেনার, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে ও জর্ডানের রানী রানিয়া উপস্থিত হয়েছেন। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার গেলো মঙ্গলবার ভেনিসে পৌঁছেছেন।

আমন্ত্রিত অতিথিদের জন্য প্রায় ৯০টি প্রাইভেট জেট, ভেনিসম, ত্রেভিসো ও ভেরেনার বিমানবন্দরে অবতরণ করেছে। যাতায়াতের জন্য ভেনিসের বিভিন্ন কোম্পানির ৩০টির বেশি ওয়াটার ট্যাক্সি নিয়োজিত রয়েছে। এছাড়া অতিথিদের জন্য বুক করা হয়েছে ভেনিসের বিলাসবহুল পাঁচটি হোটেল।

এ তো গেলো অতিথিদের গল্প। তবে, যাদের ঘিরে এতো আয়োজন, সেই বেজোস-সানচেজ জুটি বুধবার ভেনিসে পৌঁছান হেলিকপ্টারে করে। এরপর ভেনিসের বিলাসবহুল হোটেল আমানে ওঠেন তারা। এই হোটেলে তাদের কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেলের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। একদিনে এই কক্ষের ভাড়া সাড়ে ৪ হাজার ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ ৮৫ হাজার টাকা।

বর, কনে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২৬ জুন) ভেনিসের কানারেজিও জেলার ১৬ শতকের বিখ্যাত গির্জা মাদোনা দেল অর্তোতে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজন উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে চারটা থেকে মধ্যরাত পর্যন্ত নিরাপত্তার স্বার্থে গির্জা সংলগ্ন এলাকায় সাধারণ মানুষ ও যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

অনেকে বলছেন, খরচের দিক দিয়ে এই বিয়ের আয়োজন ছাড়িয়ে যাবে অতীতের প্রায় সব রেকর্ড। ভেনিসের গভর্নর লুকা জাইয়া জানান, প্রায় ৪৬ দশমিক পাঁচ থেকে ৫৫ দশমিক ছয় মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে কেবল বিয়ের মূল আয়োজনে।

তবে ধনকুবের জেফ বেজোসের বিয়ের জমকালো আয়োজন কিছুটা ফিকে হয়েছে আয়োজন ঘিরে স্থানীয়দের অসন্তোষে। শহরটিতে ইতোমধ্যেই ছেয়ে গেছে ‘নো স্পেস ফর বেজোস’ প্ল্যাকার্ড। জমকালো এ বিয়ে কেন্দ্র করে অতিরিক্ত পর্যটনের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। বিয়ের ভেন্যু পরিবর্তনের দাবিও জানান তারা।

এমন পরিস্থিতিতে বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু পরিবর্তনে বাধ্য হন বেজোস-সানচেজ জুটি। স্কোলা গ্র্যান্ডে দেলা মিসেরিকর্দিয়া থেকে সরিয়ে আর্সেনাল অব ভেনিসে বসতে যাচ্ছে এই বিয়ের আসর। ২৮ জুন নৈশভোজের পর শেষ হবে জমকালো ও ব্যয়বহুল এই বিয়ের আয়োজন।