মোঃ আবুল খায়ের( লাকসাম- মনোহরগঞ্জ) কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মীর আবু বকর এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ ৩রা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। তিনি গত ২৯ শে ডিসেম্বর লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন পএ দাখিল করে ছিলেন।
মীর আবু বকর আমাদের লাকসাম প্রতিনিধি জানান,যেহেতু জেলা রিটার্নিং কর্মকর্তা আমার দাখিলকৃত কাগজপএ যাচাই বাছাই করে আমাকে চুড়ান্তভাবে বৈধ প্রার্থী ঘোষনা করেছেন এটা আমার প্রথম বিজয়। আমি নির্বাচিত হলে জনগনের আশা আকাঙ্খা, ইসলাম ও মুক্তিযুদ্ধ তথা জনগণের মৌলিক অধিকার গুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।